অক্সিজেন স্তব্ধতায় বিদীর্ণ অযোধ্যা -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
বাতাস বুকে ধরে অক্সিজেন মাতৃ মমতায়,
আবার সেই বাতাসে উড়ে বেড়ায় অদৃশ্য বিভীষিকা,
শিল্পায়নের ব্যস্ত শিডিউলে বিধ্বস্ত জন-জীবন,
উপরে ওঠার রাস্তাজুড়ে প্রতিযোগিতার প্রতিহিংসা,
রসনার রাজসিক বিলাসে অখাদ্যের প্রলাপ,
অযোধ্যার অলি-গলিতে লক-ডাউনের কালো-বাজারি,
রামের সিংহাসনে কলকাঠি নাড়ে ছোঁয়াছে রাবণ,
নিয়ত রুপ পাল্টে তার বিভৎস নাগরিক উল্লাস,
পরিযায়ী প্রাণও দুর্ভিক্ষের দুরালাপ শোনে,
সময়ের রন্ধ্রে রন্ধ্রে মৃত্যু দেয় অবজ্ঞার কার্ফিও,
সময় উন্মোচিত করে দেয় মানুষের অক্ষমতার অঙ্কুর,
বন্ধ্যাত্ব চোখ মেলে হতাশার জরায়ুতে অহোরাত,
আমাদের বাতাস চাই,বিশুদ্ধ বিশ্বাসের মতো,
তোমার চোখের চাহনির মতো সুনির্মল,সুকোমল,
তারপর আবার সকালের রোদে হাসুক বনোফুল,
সহস্র বছর ধরে হেঁটে যাওয়া বিশ্বস্ত পথের কোল ছুঁয়ে,
আমরা বিমোহিত হই আবার প্রকৃতির পরিশুদ্ধতায়,
অযোধ্যা হোক প্রাণীর বেঁচে থাকার কিংসুক প্রেরণা।

Add to favorites
558 views