দূরত্ব চাই -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
দূরত্ব চাই;অনেক বেশি দূরত্ব,
মহাশূন্য আর মৃত্তিকার মাঝে ব্যবধান যতটুকু,
নদী আর সমুদ্রের জলের স্বাদে
যে পরিমাণ দূরত্ব,
কল্পনা আর বাস্তবতার বিলাসে যে ব্যবধান,
প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে খেলাকরে যে ফারাক,
জীবন আর মৃত্যুর মহীরুহে যে দূরত্বের মহিমা
দূর্বার বুকে থেকেও শিশিরের সাথে তার যে দুরত্ব থেকে যায়,
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দূরত্বের দাপট যেমন,
দিন আর রাতের চেহারায় যে বৈরিতা থাকে
ততটুকু দূরত্ব চাই ;
কাছে থাকতে থাকতে হাঁপিয়ে গ্যাছে সরোদের সুর,
আত্মার আশ্রয়ে থেকে থেকে প্রশ্রয় পেয়েছে রোগ,
আমাদের দূরত্ব হোক স্বর্গ আর নরকের
মাপকাঠি সমান,
কক্ষ পথে ঘুরে ঘুরে যদি ক্ষয়ে যায় সময়ের চাকা,
তবে কী করে বুঝবো ভিন গ্রহের উপগ্রহের উত্তাপ।

Add to favorites
534 views