অঙ্কিত স্মৃতি -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 8, 2020
অঙ্কিত স্মৃতি
আসাদুজ্জামান শাওন
———————————
নীল শাড়ীর আঁচল ছুঁয়ে
বৃষ্টির ফোঁটা শরীর ধুয়ে
ক্লান্ত দুপুর বিভ্রম হয়ে
হাঁটছি দু’জন নিরালায়ে।
বিকেল বেলা অদ্ভুত চোখে
আঁকছি প্রেম গভীর সুখে,
স্মৃতিময় ক্ষণ – লুকিয়ে রেখে
নদীর পাড়ে রক্তিম চোখে।
আহত সময় নোনা জলে
সন্ধ্যা মরে যায় ক্ষণকালে;
ধূসর স্মৃতি জলে অতলে
মৃত সময় যে মহাকালে।
ছন্দ:- দিগক্ষরা

Add to favorites
1,964 views