অচ্ছুত কাপালিক -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
ভক্তি ছিলো,ছিলো মুক্তির পথে হাঁটা,
শৈব মনে লাগলো অশুচির আঁচ,
যে মুখ দিয়ে অগ্নিমন্ত্র ছুটতো বেগে,
শশ্মাণ ঘাটে যায় না সে আর আজ ।
কাপালি তোমার কপাল মন্দ সেই
শিব তোমায় বর দিলো আর কই,
অহংকারের চন্দ্রবিন্দু না থাকলেও তাতে,
বেল কাঁটাতেই হাত কেটেছো আজ প্রাতে ।
হিমালেয়র বরফ খুঁড়ে স্নান করেছো কত,
চুলের ডগায় জট বেঁধেছে সেও তো সঠিক,
মন্ত্রশক্তি হারিয়ে গেলো কোন পবনে ভেসে,
যা ছিল সব সমর্পিলে নারীর কাছে হেসে ।
সাধনাতে দাগ লেগেছে মতিভ্রমে মজে,
ভাংয়ের বদলে নিলে তুমি নারীর চুলের ঘ্রাণ,
কথা ছিলো বলবে না সে কোন পাথর কানে,
কথা রাখেনি। তাইতো তোমার সাধনা বিরান।
অচ্ছুতের তকমা লেগে বিচ্ছিন্ন এ বীণা,
সুর হারিয়ে, সুরের খোঁজেই বাঁচে নিয়ত,
কাপালি তোমার লড়তে হবে নিশীর সাথে আবার,
হলেও হয়তো হতে পারে একদা প্রায়শ্চিত্ত।

Add to favorites
501 views