অজানা অতৃপ্তি -
মোঃ আওছাফুর রহমান
Published on: নভেম্বর 16, 2017
ফাগুন বাতাসে দোলে ফুলকলিরা
গুন গুন গান গায় মৌমাছিরা
এরই মাঝে একান্ত না পাওয়া
সে যে কি আমি জানি না।
বরষায় বেতনা এখন নব যুবতী
শিশির ভেজা দুর্বা কি কোমলমতি!
পাহাড় কেটেঁ চলে রুপের ঝরনা
তবুও আমার মনে আজ কি যে ভাবনা
সেতো আমি বুঝি না।
রুপসী ধরার বুকে কি যে জলসা
হৃদয়ে আধার যেন অমাবস্যা
অতৃপ্ত মনে আমার কি যে ভাবনা
অনুভবেও তা বোঝা গেল না।
ফুলে ফলে ভরা এ ছায়াময় তরু
তবু এ হৃদয় কেন শুষ্ক মরু
কি যে নাই, কি যে চাই
কোথায় যে যাই
ফুল নয়, পাখি নয়, চাঁদও তো নয়
অজানা অতৃপ্তির কথা কাকে যে জানাই।

Add to favorites
513 views