অতঃপর তুমি এলে -
Ajmery
Published on: ডিসেম্বর 22, 2017
অতঃপর তুমি এলে কত রক্তনদী পেরিয়ে
মেঘেদের পিঠে চড়ে হাজারো ভালোবাসা নিয়ে,
পুরোনো সেই চয়ের কাপে,বৃহত অশ্বথের তলে
একতারায় প্রিয় সুর তুলে,জোনাকির আলোয় আলোকিত হয়ে।
অনেক সাধনার পরে,অনেক কোল খালি করে তুমি এলে,
ভোরের আলো হাতে নিয়ে অন্ধকার দূর করে
অতঃপর তুমি এলে বিজয়।
অতঃপর তোমায় পেলাম শ্মশান ঘাটে,
যেথায় হাজারো আত্মা কথা বলে
মুখে স্বস্তির হাসি নিয়ে বলে “পেরেছি”!
তুমি এলে ভীষণ ক্ষরাতে,
ধরণী বুকে বৃষ্টিধারা হয়ে সবুজের শাড়ি পরালে
সাথে কপালে পরিয়ে দিলে রক্তিম তিলক।
অতপঃর তুমি এলে ভরা পূর্ণিমা নিয়ে
সদ্য ফোটা পদ্মেরা রূপ ছড়ায় যেথায়
যেখানে স্বপ্নরা আবার ধূলি উড়িয়ে নতুন ভাবে বাঁচতে বলে।
দেখ,খোঁপায় গুঁজেছে বেলি ফুল চঞ্চলা কিশোরী,
উচ্ছল প্রাণে মায়াবিনী হাসির সুরে তার সাথে নৃত্যরত প্রকৃতি।
আজ মুক্ত আমি!আমার দেশ,আমার মা,
আজ আমি হংস হয়ে দিঘীর জলে ভাসবো
বিহঙ্গের মত মেলবো ডানা,ঘাস ফড়িং হয়ে উড়ে বেড়াবো।
আজ কোন বাধা নেই,বুলেটের নিশানা নেই, নেই বারুদের গন্ধ!
আজ কেবলই কাশফুলের নরম ছোঁয়ায় আকুলিত হবে প্রাণ।
আমি যে পেয়েছি তোমায় বহু ত্যাগের পরে,অনেক নিঃশ্বাসের বিনিময়ে,
আজ আমার নিঃশ্বাস নিতে ভয় করে না!
দেখ, ওই যে প্রতিটি রাস্তায় রাস্তায় মিছিল,তোমার জন্য মিছিল,বিজয়ের মিছিল।
কত রঙবেরঙে সেজেছে, ফুলে ফুলে সজ্জিত হয়ে তোমারে জানায় অভ্যর্থনা।
কুয়াশায় আবৃত নতুন ভোরে সবুজের বুকে লাল হয়ে উড়েছে তোমার নিশান,
অতঃপর তোমায় পেলাম নতুন সূর্যালোকে।

Add to favorites
538 views