অতঃপর পৃথিবী এবং স্বর্গ -
আসাদুজ্জামান শাওন
Published on: মে 21, 2016
অতঃপর পৃথিবী এবং স্বর্গ
আসাদুজ্জামান শাওন
————————————————–
যেদিন থেকে পৃথিবীর অপরুপ সৌন্দর্য
আর আলো-ছায়ার স্থিরচিত্র প্রথম দু’চোখে বন্দী করেছিলাম,
সেদিন থেকেই দু’চোখের আর্টপেপারে বিদ্ধ
অতঃপর এঁকেছিলাম এক মহামানবীর সুখের হাসির রঙিন পোর্টট্রেইট।
অতঃপর বুঝতে পেরেছিলাম
সেই মহামানবী ছিলেন আমার পৃথিবী
ছিলেন আমার জন্মদাত্রী আর স্নেহময়ী মা।
জন্মের পর থেকে আজ অবধি
পৃথিবীর আনাচে-কানাচে বিক্ষিপ্তভাবে মুখ থুবড়ে থাকা
প্রতিটা শব্দের অর্থ খুঁজে চলেছি প্রতিনিয়ত।
মা! জীবনের এই পথচলায় প্রত্যেকটা শব্দের মানে খুঁজতে-খুঁজতে
আজ আমি বড্ড ক্লান্ত,ভীষণ ক্লান্ত।
মা’গো,কিন্তু তোমার শব্দের অর্থের মানে খুঁজতে গিয়ে
আমি একদম ক্লান্ত হইনি,
বরং,অদ্ভুত এক আত্নিক শুদ্ধতার উৎস খুঁজে পেয়েছি।
তোমার শব্দের অর্থের মানে যতবারই আবিষ্কার করেছি
আমি অবাক হয়েছি
আর ততবারই আমি চমকে গিয়েছি!
কি করে একটা শব্দ এতগুলো অর্থ বহন করে?
এই মা শব্দের মানুষগুলো কেন এতটা আত্নত্যাগী আর নিঃস্বার্থ হয়!
মা’গো তোমার শব্দের অর্থের মানে আবিষ্কার করতে গিয়ে
প্রতিবারই আমি নতুন অর্থ পেয়েছি।
হয়ত,এ কারনেই পৃথিবীর সবথেকে মধুর শব্দ হলো মা তুমি।
তুমি হয়ত অবাক হবে ভীষণ!
যেদিন আমি প্রথম তোমার চারপাশে প্রদক্ষিণ করলাম,
সেদিনই বুঝলাম,আমি পুরো পৃথিবী ভ্রমণ করলাম।
কেননা,তুমিই তো আমার পৃথিবী
তোমায় প্রদক্ষিণ করলেই আমার পুরো পৃথিবী ভ্রমণ হয়ে যায়।
মা’গো!খোদার কাছে শুধু একটাই আকুতি
আমার স্বর্গ চাই না,আমি তোমায় চাই,
কেননা,মা’গো তোমার পদতলেই তো আমার লুকায়িত স্বর্গ!
মা’গো তুমিই আমার পৃথিবী,তুমিই আমার স্বর্গ।

Add to favorites
1,245 views