অথর্ব স্পৃহা -
শঙ্খ চিল
Published on: সেপ্টেম্বর 16, 2018
জীবন তো একটাই
এই এক জীবনের পুরোটা সময় কি মরুভূমির পথ ধরে হেঁটে যাওয়া যায়
কি করে হেঁটে যাই বলোতো!
শরীরেরও তো কিছু অভিযোগ থাকে – থাকে কিছু চাওয়া কিছু পাওয়া
শরীরেরও তো ইচ্ছে করে ভালোবাসা পেতে-
ভালোবাসা দিতে,
ইচ্ছে করে কারো লোমশ বুকের উষ্ণতা খুঁজে নিতে।
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন ঘরে ফিরি-
শরীরের ইচ্ছে করে শুনতে – পুরুষালি প্রেমময় একটি কন্ঠ
ফিরেছো; খুব কষ্ট হয়েছে আজ তাইনা?
শরীরেরও ইচ্ছে করে অতি পরিচিত গন্ধ মেখে নিতে
বড় ইচ্ছে করে আজকাল
একটি শক্তিশালী হাত খুঁজে পেতে – একটি হাত যে তাকে অভয়বার্তা দিবে।
শরীরেরও ইচ্ছে করে কারো নিঃশ্বাসের খুব কাছাকাছি থেকে চোখে চোখ রেখে জানতে – ” ভালোবাসো”!
আজকাল ইচ্ছেগুলো হয়েছে বড্ড লাগাম ছাড়া
কোথাও কেউ নেই জেনেও কারো অপেক্ষায় চেয়ে থাকা!

Add to favorites
649 views