অদিতী -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 30, 2012
সেদিন নিকুঞ্জে শুক্লাপক্ষের চাঁদ ডুবে যাওয়ার ক্ষনে
মুখটি বুকে চেপে বলেছিল অদিতি,
আবার আসবো ফিরে ধরিত্রীর সংকীর্ণতার মায়াজ্বালে
আজ নয় তো কাল,
রোদ্দুর ঝলকানো কোন বিশ্রামরত দুপুরে।
আশায় আশায় বেলা গেল,
গেল কত ক্লান্তিময় দুপুর, বিকেলের কোলে সন্ধ্যা
বৃক্ষ লতাদি রুপ পাল্টে ধূসর হল
শুধু অদিতি হল না।
এখনো খাঁকি পোশাকে সাইকেল টুংটুং শব্দে,
পিওন কাকা রোজ হাঁকে
ভোরের সকাল কুয়াশায় নেচে উঠে বিরহ শোকে
আসেনা কেবল অদিতির পত্র
নাচে না হৃদয় দারুণ উত্তাপে
অপেক্ষার প্রহর যাপিত জীবনের হিসাব খোঁজে;
উড়ে যায় শঙ্খচিলের ডানায় ভর করে।
পালা বদলে তেরটি বছর গেল;
কেবল অদিতি এলোনা ফিরে।

Add to favorites
1,284 views