অদ্ভুত মানুষ -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 5, 2013
পৃথিবীর মানুষগুলো বড় অদ্ভুত! তার থেকেও অদ্ভুত তার গতিবিধি। মানুষের মাঝে এত রহস্য, এত জটিলতা,এত অস্বাভাবিকতা!
মন যে কখন কোথায় উড়ে, কার নাটাই এর সুঁতোয় কারে বাঁধে, কখন ছিড়ে, কারে জুড়ে…. সবই অস্বাভাবিক লাগে। ভেবে ভেবে, বেলা ফুরোয়।
ভেবে ভেবে চশমাটায় ধুলী জমে। ভেবে ভেবে কুঁমড়ো মাঁচায় ফুল থেকে জীবন বাড়ে। ভেবে ভেবে আঙুল সমান কড়ুই গাছটার তলে সুর্য্য ঢলে পরে। ভেবে ভেবে গোছা গোছা রেশ্মী কালো চুলে শুভ্র মেঘদূত খেলা করে। ভেবে ভেবে দুই পা থেকে চার পা-ছয় পা বাড়ে, তবুও যেন মানব স্বত্বার রহস্য উন্মোচন হয়না।
এখন ভালো আছি, একটু পরেই খারাপ থাকি। হাজার রজনী সুখ পালংকে কাটিয়েও ক্ষনিকের ছোঁয়ায় এক পলকের মায়ায় পথে নামি।ভালবেসে ভালবেসে ফোসকা পরে গায়ে, তবু মন জানি কারে খুঁজে! মন জানি কার টানে কিসের খুঁজে দিবারাতি হন্যে হয়ে ছুঁটে। পাশে রুপোর থালায় ঝকঝকে আয়না রেখে কোন এক জ্বোছনায় মধ্য রাতে, এক ফাঁলি আলোর আশায় মন কেঁদে মরে। এ কেমন রহস্য মানুষের বেঁচে থাকায়!
কাল ও মনে হত, বেঁচে থাকায় কত আনন্দ।আজ কি হলো? বেঁচে থাকা এত বিষাদ্বের লাগছে কেন?
আমার বিশাল আকাশ জুড়েশুভ্রতায় ঘেরা। নানান রঙ্গের বাহারী পাখীদের কিঁচিরমিঁচির। মেঘদুত আমায় শীতল পরশে প্রাণ কেড়ে নেয়। একি! তবুও কেন মন উড়ে? সেই যে বহু বছর আগে যেদিন খেলার ছলে হাতের চুরীগুলো ভেঙে যায়, গেল বছর যেদিন আচমকা ঝড়ে ঘরের টিনের চালা উড়ে গেল, সেই যে প্রথম বার যেদিন বহু সাধনার লুকায়িত নারী সম্পদ এর ক্ষনিতে কেউ প্রবেশ করেছিল, আহ! সেদিন এত কষ্ট হয়নী! সেদিন ও এত মন উড়েনি। তবে আজ কেন এতটা বছর পর মন বার বার পিছু ফিরে কাঁদে? সমুদ্রের ঢেউ এর মতন দীর্ঘশ্বাসে বক্ষ দোলে দোলে কাঁদে! মানুষ বড় অদ্ভুত! নিজেকে আজো সমস্তটা খুঁলে দেখা হয়নী, দেখার বড় ইচ্ছে। কোথায় এত আবেগের বাস আমার! কি আছে ভিতরে! ভেবে ভেবে ক্ষয় ধরেছে মস্তিস্কে, অনন্তকাল ভেবেই যাচ্ছি।

Add to favorites
4,230 views