অনির্বচনীয় অভিযোগ -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
বেলা শেষে কিছুই থাকে না,
না বসন্ত না তার বাহার,
প্রস্ফুটিত ফুলের পাপড়িগুলো হারিয়ে যায়,
ব্যাকটেরিয়ার বিবর্ণ ব্লাকহোলে,
শাশ্বত হয়ে থাকে হতাশা,ধ্বংস আর মৃত্যু,
কোন ঋতুই আড়াল করতে পারে না
হিংস্রতার অতিমানবীয় চির-জাগ্রত চেতনাকে,
সকল সুন্দর আসে আবার সহসায় হারিয়ে যায়,
এক মহা-শক্তিধর বৈরী নিয়তির নিয়মে,
থাকে শুধু অনিবার অভিযোগ,
নিত্য আর অনিত্যের অনিয়ন্ত্রিত দৌড়ঝাপ,
অজানা দৈবের বহুরুপী আনাগোনা,
পরিশেষে সৌন্দর্য নয়,
জিতে যায় প্রকৃতির সীমাহীন আক্রোশ,
হিংস্রতাই থাকে সৌন্দর্যের অমলিন উৎকর্ষ হয়ে,
শূন্যতার সর্বগ্রাসী বাতাবরণে ।

Add to favorites
338 views