অনুকাব্য : ফুলের হাসি -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 20, 2021
অনুকাব্য
ফুলের হাসি
#জান্নাতুল_ফীরদাউসী
যারা ইমানের সাথে বাঁচে আল্লাহ তাদের অভিভাবক,
যারা বেঈমান ইবলিশ তাদের অভিভাবক!
ইবলিশের শক্তি মহান আল্লাহর দান,
আমাদের প্রাণটাও রবের করুণার দান!
বেঈমান ইবলিশের ক্ষমতায় উগ্রক্ষমতাশালী ,
আর ইমানদার রবের ভালোবাসায় বিনয়ীমালী!
যে গাছ রোপন করে যত্ন করে বাগানে ফুল ফোটায়,
কিন্তুু কখনো সে ফুলের অপরুপ হাসি হারাতে নাহি চায়

Add to favorites
556 views