অনুকাব্য : বুদ্ধু -
Jannatul Ferdousi
Published on: মার্চ 18, 2021
বুদ্ধু
জান্নাতুল ফীরদাউসী
যদি কর বর্জন
করবো না গর্জন
নিরবে করবো প্রস্থান,
যাতে সুখ রয় অম্লান।
প্রাণে বাজে সাম্যের গান,
নদী ভাসায় জঞ্জালমালা
পাখি সাজায় সোনারথালা।
মেঘ হাসে কনকধারায় ঝড়ে
রোদ হাসে মরিচিকা গড়ে।
আমি হাসি আঘাতের পরে।

Add to favorites
509 views