অনুভবে বাংলাদেশ -
এইচ বি রিতা
Published on: মার্চ 1, 2017
যা চোখে দেখা যায়, তা সব সময় নিঁখাদ হয়না। মানুষের দৃষ্টিশক্তির আড়ালেও আরো একটি অদৃশ্য জীবন থাকে। সেটা অনেকটা গুপ্তকক্ষের মতই তালাবদ্ধ। সে তালাবদ্ধ কক্ষে জীবনের বিচিত্র সব অধ্যায় পৃষ্ঠা খুলে পরে থাকে। সে পৃষ্ঠাগুলো পড়তে, আড়াল করা জীবনের অধ্যায় গুলো জানতে, বিশেষ দৃষ্টিশক্তি প্রয়োজন। কেবল বিশেষ মানুষগুলোই গুপ্তকক্ষে ঢুকে সে অধ্যায় গুলো পড়তে পারে।
এখনো যখন আমি বাংলাদেশে যাই, বাড়ীর মানুষগুলো, এলাকার মানুষগুলো বলে, আমি খুব সাদাসিধে সরল একজন মানুষ। ছোটকালটাতে এমনই ছিলাম। ভালবাসার মানুষগুলো কি জানে, ছোট কঁচি চারা গাছটাও একদিন ফুলে ফলে সবুজের সমারোহে বৃদ্ধ হয়? এখনো যখন বাড়ী যাই, বড় ভাইয়া-ভাবীর খাটে বসতে সংকোচ হয়! মনে হয়, বেয়াদবী হচ্ছে! এখনো নরসিংদী থেকে ঢাকা যেতে হলে আমতা আমতা করে ভাইয়াদের সামনে কথাটা উপস্থাপন করি। মনে হয়, যদি বলে ঢাকা কি?
এগুলো হয়তো নতুন প্রজন্মের কাছে বিরক্তিকর ব্যপার! হযতো সেঁকেলে মনোভাব! কিন্তু আমার কাছে এগুলোই সভ্যতা!
এবার দেশে গেলাম ১ সপ্তাহের ট্যুরে। উদ্দেশ্য বইমেলা। উদ্দেশ্য সফল হয়েছে আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ের পরিসরে অনেকের সাথেই দেখা হয়নি। জেসমিন জুই আন্টির সাথে দেখা করতে পারিনি। আন্টি ক্ষমা করবেন। ছোটমার মুখে মাসুদ ভাইকে নিয়ে লিখা ” ২৯শে এপ্রিল” কবিতাটির আবৃতি রেকর্ড করা হয়নি! পরিবারের সাথে খুব একটা সময় ব্যয় করা হয়নি! আমি দুঃখিত।
তবে সুখকর অনুভূতিও কম ছিলনা! পাশে বসে বড়ভাবীর জোর করে এটা-সেটা খাওয়ানো, মেজুভাবীর হাতে লাল শাক-আলুভত্তা, স্বপ্নাভাবীর অপূর্ব ডেকোরেশনে খাবার পরিবেশন, শপিংয়ে বড় আপার পরিশ্রম, নাহিদা আপার সাথে আড্ডা….সব কিছু ছিল মমতায় মাখা। সে সাথে “কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি” নামক আমাদের সাহিত্য পরিবারের বিশেষ কিছু লেখক/লেখিকাগন আজহার আহমেদ আজু, Asaduzzaman Shaon , MD Al-amin, Rupak Chowdhury, Zinat Ara Zitu , Rumana Pervin Rony, Sonia Akter, শঙ্খ চিল সকলকে অশেষ ধন্যবাদ জানাই দূর-দূরান্ত হতে একসাথে সমবেত হয়ে বইমেলায় মোড়ক উন্মোচনে অংশ নেয়ার জন্য। বাবু, আরমান, তন্ময় এবং আরো যারা আমার অটোগ্রাফ নেয়ার জন্য ছুটে এসেছিলেন, সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী; সময় দিতে পারিনি। বিশেষ ধন্যবাদ জানাবো পরী এবং রুমানাপুকে এত কষ্ট করে রান্না করে সবাইকে খাবার পরিবেশন করার জন্য। আরো ধন্যবাদ সোনিপু ও শঙ্খকে সহযোগীতার জন্য। সোনিপু… ❤ Muyukh Rahman জিতু ধন্যবাদ।
সেলিনা আক্তারকে সব থেকে বেশী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি! শত ব্যস্ততার পর ও আমাকে সময় দেয়ার জন্য। ভাইজান… ধন্যবাদ।
হতাশা কুইন ❤ সবকিছুর জন্য। এ মানুষটা ছাড়া সাহিত্য সাধনা সম্ভব নয়।
আমাকে রিড করা খুব কঠিন নয়; আমি সহজ মানুষ। ভালবাসার বিনিময়ে ভালবাসা দেই, ঘৃণার বিনিময়েও ভালবাসা দেই। রাস্তায় পরে থাকা ক্ষুদার্ত শিশুটির করুণ চোখ দেখে রাতভর ঘুমুতে পারিনা। আবার প্রয়োজনে অন্যায়ের প্রতিবাদে কারো চোখের ঘুম কেড়ে নিতেও দ্বিধা করিনা। দুর্বলদের মত চোখের জল ফেলিনা; চোখের জলে ইতিহাস রচনার চেষ্টা করি। আর এতসব শক্তির মূলে কেবল একজনই, সৃষ্টিকর্তা! তিনিই আমাকে শক্তি যোগান। তিনিই আমার সাফল্যদাতা। সুবাহান্আল্লাহ।
সব শেষে, অসাধারণ মোকা কফির জন্য আমার খুব আদরের ছোট ভাই Shahriar Shams Kanady কে ধন্যবাদ না দিলেই নয়! তার নতুন শুরু করা ক্যাফে চাতকের সাফল্য কামনা করছি।
বাংলাদেশ….
আমার দেশ। আবারো দেখা হবে….!

Add to favorites
575 views