অনুরাগে গ্রহণ -
Ajmery
Published on: আগস্ট 29, 2016
সখী ফাগুন আসিয়াছে আজ মনের উঠানে,
রঙিন নাও ভাসাইয়াছি উজানে।
সোনালি আলো জড়াইয়াছি গায়,
বেহালার সুর টানিয়া নিল সেথায়।
গাহিব গান সখী, নাচিবো সেথায় চল,
যেখানে অলিদের গুঞ্জন ফুলেরা ছড়াইয়াছে পরিমল।
পাখিরা গাহিয়াছে গান দক্ষিণা হাওয়ায় দুলিয়া,
সে আসিবে বলিয়া খিড়কি দিয়াছি খুলিয়া।
এসো হে প্রিয়, বসো মোর ঘরে আসিয়া,
তোমারি আগমনে আলোক ছড়াইলো হৃদয় জুড়িয়া।
হঠাৎ একি কালবৈশাখি ঝড় শুরু হইলো,
ঘোর সন্ধ্যা নামিয়া তোমায় কাড়িয়া নিল।
গিয়াছ চলি, সুখ কাড়িয়া, তুলিয়া হৃদয়ে জলোচ্ছ্বাস,
ভাঙ্গিয়াছে হৃদয়, ভুলিতে পারিনা হায় একি সর্বনাশ।
নিয়ন আলো জ্বালিয়া প্রতীক্ষায় আছি,
আসিবেনা জানিয়াও তবু আশায় বাঁচি

Add to favorites
1,730 views