অনুরাগ -
এইচ বি রিতা
Published on: মে 3, 2014
এইযে মনুষ্যকূল,
আমার বসবাস তোদের দেহে,মস্তিষ্কে
তোদের শিরা উপশিরায় আমার যাতায়াত,
আমি তোদের প্রসূতি, সুর, মেদিনী, নৃপতি
আমি সম্পর্কের মাঝে তুলি সুউচ্চ প্রাচীর,
কব্জা করি তোদের চালিকা শক্তি।
আমিই করি তোদের অবাধ্য কিংবা
বর্বর পাষণ্ড মনুষ্যরুপী শয়তান।
কামনা, কু-প্রবৃত্তি, নৃশংসটায়
আমিই করি তোদের অপরাজেয়! আমি সর্বত্র বিরাজমান
জ্বলে, স্থলে, উপকুলে; রাস্তার মোড়ে কিংবা চায়ের টংয়ের
গোপন কৌটায়; হাত বাড়ালেই আমায় পাবি।
আমি ধনী, গরীব, মধ্যবিত্তের ক্লান্তি বেলায়
প্রহরীর মত সদা সর্বদা দন্ডায়মান।
আমি বসুধার রীতিনীতি ,সংস্কার এর উর্ধে
ধর্ম, বর্ন নির্বিশেষে আমি সবার ভিতর।
আমিই তোর প্রেমিকা ,আমিই তোর জায়া,
প্রসূতি, সুর কিংবা দ্যুলোক।
আমি তোর একলা রাতের নিঃসঙ্গতার সঙ্গী
ক্লান্ত সময়ের উপকরন
তোর ক্ষতস্থানে আমিই দিতে পারি মলম
তোর বিধ্বস্ত রাতের অলৌকিক শক্তি,
নৈঃশব্দতায তোর মস্তিষ্কে শব্দমালার সম্ভার।
তোর চরনে আমিই দিতে পারি পৃথিবীর বিস্ময়
আমি তোর শয়নে, স্বপনে; তোর শিরায় উপশিরায়
তোর বিনাশ,আমার উল্লাস বাড়ায়; আমি অসীম ক্ষমতার অধিকারী।
তোর অস্তিত্ব, আমার ক্ষমতা, আমি তোর প্রভু
তুই আমার স্থায়ী দাস, এখন তুই বল
চিনতে পেরেছিস আমায়?

Add to favorites
1,013 views