অনুর্ভর মস্তিষ্ক -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 30, 2014
অনুর্ভর মস্তিষ্ক জুড়ে কেবল পাড় ভাঙার শব্দ
দিন রাত কি যেন ভাঙে
ধুপ ধাপ শব্দে কি যেন ধশে পরে!
বিস্তর পথ দেখে থমকে যাই,
আটকে যাই গোলাকার বৃত্তে
যতদুর দৃষ্টি যায় কেবল শুন্যতা আর নিরবতা
অচল মস্তিষ্ক পা ঝাপটে ধরে,
এগুতে পারিনা এক কদম।
শব্দেরা উড়ে এ আকাশ থেকে ও আকাশে
বর্ণমালা সব একে অপরের গায়ে লেপ্টে যায়।
ছন্দের সুতোয় শব্দ গাঁথি,
হয়ে উঠে অখাদ্য।
বিভৎস পোড়া মাটির গন্ধে নাসিকা কুঁচকে উঠে,
বিকৃত মস্তিষ্ক জানেনা তার কেবলই ধশ নামে,
কেবলই ভাঙার গড়ার শব্দ
পাড় ভাঙার শব্দ!
আর কিছু কিলবিল করে বেড়ে উঠা পোকা মাকঁড়।
পৃথিবী কি শুনে সে শব্দ?
বহু বছর ধরে কি যেন কেবল ভেঙে পরছে
আমি থেমে গেছি শব্দের মাদকতায়,
হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়ার বৃথা চেষ্টা
কেউ না জানুক আমি জানি,
ক্রমশ মস্তিষ্ক অনুর্ভর হয়ে উঠছে।