অনুসন্ধান -
এইচ বি রিতা
Published on: আগস্ট 1, 2013
মাঝে মাঝে ভাবি, শান্তি কিসে?
প্রেমিকের উন্মুক্ত লোমশ খোলা বুকে
নদীর ঢেউ পানির কলতানিতে,
সমুদ্র গর্জন
নাকি কোন বিশাল দেহি পাহাড়ের চুরায়?
শান্তি কিসে?
রাতের আকাশে জ্বলজ্বলে তারার মেলায়
বেলী ফুলের সমাহারে কিশোরীর খোঁপায়
সবুজ মাঠে ঘাশফড়িং এর মেলায়
নাকি দিনের শেষে পরন্ত বেলায়?
শান্তি আসলে কিসে?
হৃদয় পোড়ানো দগদগে ঘা
ধোঁয়ায় আবছা সিগারেট এর শেষ টান
অভিমানে জীবন থেকে ছুটে পালানো বাউন্ডুলে
বাউল বিমুখ জীবনের গানে গানে!

Add to favorites
1,661 views