অন্তহীন ভালোবাসা ##লিখা: মিনা -
Kolpona mina
Published on: ফেব্রুয়ারী 19, 2020
অনন্ত ছুটে এসে আমার অধর ছুঁয়ে যায়
একে দেয় ভালোবাসার রঙ
অনন্তের ভালোবাসা অন্তহীন।
কপালে সে একে দেয় শ্রদ্ধার চুম্বন
গভীর আবেগে সে আমায় বলে ভালোবাসি,
ছেলেটির চোখে অজস্র মায়া একে দিয়েছেন বিধাতা
ঠোটের কোণে এক চিলতে হাসি হৃদয়ে কাঁপন জাগায়।
এতো ভালোবাসতে পারে ছেলেটা !
আজকাল ভালোবাসা শব্দটাই কেমন যেন ফিকে হয়ে গেছে
কিন্তু অনন্ত ভালোবাসা শব্দটিকে বাঁচিয়ে রেখেছে অবলীলায়।
কোনো এক গুধূলি লগনের সৌন্দর্য দেখতে গিয়ে
ভালোবাসার খুনসুটিতে লিখে দিলো প্রেয়সীর নাম তন্দ্রা।
শীতের সকালে অর্ধাঙ্গিনীর উষ্ণ হাতের ছুঁয়ায় ঘুম ভাঙে অনন্তের,
অনন্ত ভাবে এইতো ভালোবাসা
যার দিকে তাকিয়ে অনন্তকাল কাটিয়ে দেয়া যায়।
আচ্ছা অনন্ত তুমি আমায় এতো ভালোবাসো কেনো?
আরে পাগলী এই একজীবন তোমাকে ভালোবেসে আমি তৃপ্ত নই!
তাইতো পরজনমেও ঈশ্বরের কাছে তোমাকেই চাই।
জানো অনন্ত আমি তোমায় বড্ড ভালোবাসি কিন্তু তোমার মতো এত ভালোবাসা আমি দিতে পারিনা
আমায় ক্ষমা করো,
অনন্ত দেখলো তন্দ্রার চোখের কোণে পানি
কাছে টেনে নিলো তন্দ্রাকে ঠোঁটের আলতো ছুঁয়ায়
বলে দিলো ভালোবাসি ,ভালোবাসি।

Add to favorites
2,035 views