অন্য শহর লিখা# মিনা -
Kolpona mina
Published on: জুন 5, 2020
এই শহর মায়ার শহর
কতো মায়া জমা হয় রোজ
কিছু মায়া আমি কুড়িয়ে নেই জমিয়ে রাখি মনে আর কিছু মায়া উড়িয়ে দেই ওই নীল গগনে।
চেনা শহরের আজ অচেনা রূপ
এই শহরে আমি নিজেকে খুঁজি
যেখানে প্রতিদিন কিছু আমিকে হত্যা করা হয়
যেখানে আহত হৃদয় নিয়ে আকাশে উড়ে বেড়ায় নিঃসঙ্গ শঙ্খচিল।
মধ্যরাতে রাস্তার পাশে জ্বলে উঠা সোডিয়াম বাতিগুলো আজ আলোহীন
ব্যস্ত নগরীর উল্লাস থেমে যখন নেমে আসে নীরবতা সেই ঘুমন্ত নগরীতে জেগে থাকি আমি দেখি নীরবতার রূপবদল।
এই সেই শহর যেখানে মিশে আছে আমার শৈশব স্মৃতি
ঠিক এই জায়গায় হ্যাঁ এইখানে ছোট বেলায় একটি খেলনা ঘর বানিয়ে পুতুল বিয়ে খেলতাম আমি
কংক্রিটের তৈরি দালানের নীচে পিষ্ট হয়ে আজ আমার শৈশবের ঘরটির মৃত্যু হয়েছে ।
এই শহর আজ কলঙ্কিত
এই শহরের দেয়াল গুলোতে কিছু রমণীর নখের আঁচড় যেনো মানবীদের বেদনার বহিঃপ্রকাশ
প্রিয় শহর আজ এসিডদগ্ধ
এসিডে ঝলসে যাওয়া শহরের বীভৎস রুপের সাথে আমার পরিচিতি নেই
এ আমার শহর নয়
এই শহর আজ অন্য শহর।
তীব্র অভিমান নিয়ে একদিন এই শহর থেকে বিদায় নিব
আমার বিদায় ক্ষণে তুই কাঁদবিনা প্রিয় শহর
তবে তোর জন্য রেখে যাবো কিছু অসম্ভব ভালোলাগা
যে শহরে পুরনো মায়া জমে আছে সেই শহরে ফিরে যেতে নেই
তাই আমারও আর ফেরা হবেনা।

Add to favorites
3,882 views