ঘুমপ্রান্তর -
সেরাফিন মন্ডল
Published on: জুলাই 12, 2020
যদি এক ফালি সময় পাও ,
তবে চলে এসো আমার ঘুম প্রান্তরে,
একা এসো কেমন,
শুধু সাথে নিয়ে এসো সূর্য ,
আর তোমার ছায়া,
রবি সোম বাদে,
যে কোনদিন,
ঐ দুদিন আমি চলে যাই মেঘের দলে,
মেঘদূত হয়ে যাই,
তোমায় নিয়ে যাব শ্রাবনের হাটে,
বৃষ্টির কেনাবেচা,
কত রকমের বৃষিট,
ইলসে গুড়ি,
ঝুম,
পশলা,
ঘন,
পাতলা,
যেটা নেবে তুমি,
এরপর তোমায় নিয়ে যাব ঘুম প্রান্তরে,
সবই ঘুমিয়ে সেথায়,
মাঠ ঘুমিয়ে ঘাসের সাথে,
আকাশের সাথে গাছ,
আর মেঘের সাথে জল,
ধুলোর রাজ্যে পথ,
মেঝের সাথে উঠোন,
লাউগাছ আর মাঁচা,
কুমড়ো শাক আর ভুই,
লাল কাকড়া আর পেড়ীকাদা,
মগডাল আর পেঁচা,
তুমিও ঘুমিয়ে যাবে,
মেঘগুলোকে মশারী বানিয়ে দেব,
আকাশটাকে ছাদ,
ঘুমিয়ে রবে তুমি ,
অনেককাল,
বহুযুগ,
একদিন ঘুম ভেঙ্গে তুমি কুড়িয়ে নেবে পেছনের স্বপ্নগুলোকে,
একদিন এসো তবে,
যদি এক চিলতে সময় পাও,
আমার ঘুম প্রান্তরে।

Add to favorites
566 views