অপেক্ষা -
সেরাফিন মন্ডল
Published on: জুলাই 30, 2020
সময় পরিমাপেই কেটে গেল সময়,
পথ না ফুরোতেই পথের শেষ,
আর হৃদয়ের কাছাকাছি না পৌঁছাতেই
ফুরিয়ে গেল জনম,
পরের জনমে তুলে নিও হৃদয়ের অবরোধ
ফুরিয়ে যাওয়া সময় নিয়ে ফিরবো আমি
যখন পারি।

Add to favorites
515 views