অপ্রকাশের প্রকাশ কেন্দ্র -
এ.বি.এম. জাকির হোসেন হেলাল
Published on: অক্টোবর 14, 2017
কতটা কান্না জমলে যে
তুমি আমায় ডাকো, জানি তো !
তারপরও, সমানে এলে বলো_
কই? আমি কখনও তোমায় খুঁজি নি তো !
.
জানি, এই সৌরজগতের অবসানের পরে
আবার যখন দেখা হবে দুজনাতে
তখনও তুমি বলবে উঠে_
কই ? কারো জন্য আমি একবারও কাঁদি নি তো !
.
আচ্ছা, বলতে পারো,
কতটা ফাঁকি দিলে ক্লান্ত হয়ে বলবে ফাঁকি_
আহ! ছাড়ো আমায়,
আমি আর নিজের সাথে পারছি না তো !
.
তবে মনে রেখো, একটি অপ্রকাশ
প্রকাশের কেন্দ্রস্থল হয়ে
সব প্রকাশ করে দিয়ে বলে উঠে_
ভালোবাসি কথাটা, বলতে হয় না তো !
.
Copyright@ এ.বি.এম. জাকির হোসেন হেলাল।
12/10/2017; Dhaka.

Add to favorites
477 views