অবহেলা। -
Farjana Shanta
Published on: নভেম্বর 4, 2022
যদি ভূলে যাওয়া হতো কোন ভূল,
হয়তো সেদিন কোন এক নারী ফিরে পেতো জীবনের সব কূল।
অবহেলা তুমি বিষাদের মূল,
তুমি ঝড়ানো নিষ্পাপ ফুল।
অবহেলা তুমি অশ্রুনদীর আশ্রিত পুল
তুমি মরণ সমতুল।
অবহেলা তুমি বাসে চাঁপা পরা রাতুল,
তুমি মায়ের মোনাজাতের কুরসি–আয়াতুল।
অবহেলা তুমি নারী মুর্তির মৃত্পুতুল,
তুমি মরণ সমতুল।
অবহেলা তুমি বিষাদের মূল,
তুমি নারীর হারানো জাত কূল।
অবহেলা তুমি আমার সুচনার ক্ষুদ্র উপন্যাসের পৈশাচিক ভূল,
অবহেলা তুমি মরণ সমতুল।

Add to favorites
484 views