অবেলার কাব্য -
আসাদুজ্জামান শাওন
Published on: ডিসেম্বর 3, 2015
অবেলার কাব্য
আসাদুজ্জামান শাওন
——————————
কিছুটা নীরব অভিমান,তোমার স্মরণে,
কিছুটা আত্নবিশ্বাস,তোমায় পাবো বলে।
কিছুটা পথ বেঁকে যায়,তোমায় দেখবো বলে,
কিছুটা হয়তবা,স্বপ্নের বিভোরে।
কিছুটা অবেলার কাব্য লিখে যাই……
মেঘহীন আকাশে,
ধূলি-কণা মাখা রোদহীন ক্যানভাসে।
অবশেষে তাকাই সুদূরে!
মেঘহীন আকাশে ফুটে উঠা
তোমার নীল রং মাখা প্রতিচ্ছবিটার দিকে।
তাকিয়ে থাকি এলো-মেলো বাতায়ণের আবেশে,
সুদূরে তুমি মেঘফুল সাথে নিয়ে।
আমার রক্তাক্ত চোখে,চাপা আর্তনাদে,
দেখি তোমায় আর তোমার বিস্মৃতিকে।
তারপর বন্দী যেন,
তোমার স্মৃতিমাখা ভালোবাসার ইন্দ্রজালে।
তারপর নিশ্চুপতা কাব্যে,
আঁকি রোদহীন ক্যানভাস তোমার ধূসর স্মৃতি দিয়ে।
আর লিখে যাই অবেলার কাব্য
তোমার এই বিষাক্ত শহরের
পিচ ঢালা কোন রাস্তার
ব্যস্ত নাগরিক জীবনে।

Add to favorites
1,781 views