অভিমানি চলে যেওনা -
এইচ বি রিতা
Published on: জুন 3, 2014
অভিমানী, চলে যেওনা
সবেতো এলে!
এখনো ভালবাসাই হয়নি।
শুভ্র বেলী ফুলের সুবাস মাখিয়ে
এখনো বলা হয়নি ভালবাসি
এখনি চলে যেওনা!
শব্দের ছন্দে তোমায় শিশিরে সিক্ত করা হয়নি
উচ্ছল প্রকৃতির চোখে চোখ রেখে,
এখনো তোমার মোহে সন্মুহিত হইনি।
নিশ্চুপ গভীর মায়ায় জড়িয়ে ধরা হয়নি
গোধূলী লগ্নে তোমার মায়াবী মুখে স্পর্শ করা হয়নি
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে
এখনো তোমায় ভালবাসা হয়নি।
তোমার চোখে সাত রং মাখিয়ে,
পৃথিবীর বুকে আল্পনা করা হয়নি
তোমার হাসিতে মুখোরিত পুষ্পকাঁননে
বিহঙের কলতান শোনা হয়নি
একটা রাত তোমার আবেশে শিহরিত হইনি
ভোরের মিষ্টি আলোয় চোখ মেলে,
তোমার উস্কোখুস্কো চুলে বিলি কাটা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে
তোমায় এখনো ভালবাসাই হয়নি।
তোমায় ছাড়া যার ভোর হয়
সে তো বড় হতভাগিনী
তোমার আবেশে যার চোখের পাতা এক না হয়
সে তো কলংকিনী!
অভিমানী, চলে যেওনা!
সবে তো এলে
এখনো ভালবাসা হয়নি!
সবে তো দেখা হলো
তোমার ভাগ্যে আমার জীবন শুরু হলো
এখনো ভালবেসে ভালবেসে ক্লান্ত হইনি
সবে তো তোমার ইচ্ছেয় আমার পথ চলা শুরু হলো
এখনি থেমে যেতে বলোনা
সবে তো তোমায় ভালবাসলাম!
এখনো ছন্দের সুঁতোয় শব্দ দিয়ে কবিতা লিখা হয়নি।
অভিমানী…..
চলে যেওনা
সবে তো এলে
এখনো ভালবাসাই হয়নি।

Add to favorites
2,323 views