অভিমানী জল -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 5, 2016
জেনে রাখো, আমি তোমার ভালবাসায় করুণার পাত্রী হবোনা!
গুনে গুনে শতেক রাত জাগা নিঃস্বঙ্গ প্রহরী, তাও হবোনা
তোমার বধূর রূপ মুগ্ধতায় তোমার কামুক দৃষ্টি আমায় ঈর্ষান্বিত করবেনা
সূর্য্যের স্মৃতি যেমন করে হৃদয় থেকে মুছে যায়,
শূন্যতার ভারে যেমন ক্লান্তিহীন অশ্রু শুকিয়ে যায়; তেমনি
তুমি শুধু আমায় ভুলে যেও।
জেনে রাখো, মানুষই কেবল অভিমান করে প্রেমে পরে
মানুষই কেবল মিথ্যার প্রলোভনে আশার সোনালী বুকে বৃক্ষের মত শেকড় গেঁথে বাঁচে!
জেনে রাখো, তোমার পাশে বসার অভাব তাড়নায় আমি হিংস্র হবোনা
এমিগডালায় ছত্রাক হয়ে লেপ্টে যাক কয়েকশত কীট;
তারপর বাতিগুলো নিভে যাক তোমার মস্তিষ্কের কোষের!
ভুলে যাওয়া মানুষের স্বভাব, দোষ নয়
আঁচলের গিঁটে নীল আলোয় জলছবি ক্রমশ নীলচে হয়ে আসে,
জেনে রাখো, তোমায় ভেবে এলোমেলো এ শহরে
বুকের ভাঁজে অন্ধকার পুষে রাখবো না!
অমর প্রেমের কাব্য রচনায় মধ্য রাতে প্রতিশোধ নেবোনা
ফুঁপিয়ে কাঁদুক হৈমন্তি শিশির;
বুকের গহীনে দূষিত বাতাস ঢুকে পরুক নিদরুণ প্রতারনায়;
তবু জেনে রাখো,
সাদা কালো বাসর প্রলোভলে তোমার কাছে ছুটে যাবোনা।
ভুলে যেও!যদি ভুলেও মনে রাখো তবে
স্মৃতির মায়াজালে শহুরে রাস্তায় কাদাজল মাখিয়ো না!
শাশ্বত দুঃখগুলো এক পাশে রেখে,
আমার সরল প্রেমের ফুটন্ত জলটুকু বধূকে উপহার দিও।

Add to favorites
1,872 views