অভিমানী পদ্ম -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
শশব্যস্ত হয়ে যদি জিজ্ঞেস করি তোমায়
কি দিবে তুমি আমাকে?
সহজভাবে হয়ত তুমি চুপিসারে বলবে
আকাশ ছোঁয়া প্রাসাদ দিবো তোমায় আমি।
একটা ক্ষুদ্র রাজ্যের রাণী করবো তোমায়!
দুর্লভ অলংঙ্কারে ভরিয়ে দিবো সর্বাঙ্গ।
কিছুক্ষণ নীরব থেকে-
আমি হয়ত রহস্যের স্নিগ্ধ হাসি দিয়ে বলবো তোমায়,
অতঃপর তুমি কি দিবে আমায়?
এবার হয়ত তুমি হেসে বলবে
উঠোন ভরা সুখ দিবো;
রাতের অন্ধকারের কোলে পূর্ণিমার আলো তুলে দিবো,
তোমার চোখের কোণে আঁকা কাজল-কালো রং লেপ্টে দিবো।
এক গাল লাজুক হাসি হেসে
আবারো প্রশ্ন ছুঁড়ে দিবো তোমায়
আচ্ছা,তারপর কি দিবে আমায়?
হয়ত তুমি বলবে
হাজার তারার মাঝে জ্যোৎস্না রাত দিবো,
শীতের চাদরে জড়িয়ে তোমায় ভালোবাসার উষ্ণতা দিবো।
অজানা শংকায় এবার আঁখিদ্বয় কিছুক্ষণ বন্ধ করে
কান্না জড়িত কন্ঠে
মৃদু করে বলবো তোমায়;
সবশেষে তুমি আমায় কি দিবে?
মলিন চেহারায় কিছুটা অস্বস্তি নিয়ে হয়ত তুমি চিৎকার করে বলবে
বলো কি চাই তোমার!
অনেক লুকায়িত অভিমান আর অদৃশ্য ব্যথা নিয়ে
অশ্রুসিক্ত নয়নের ঝাপসা বর্ষণে,
ঠিক তোমার সামনে ঠাঁয় দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ।
চোখের নিশানায় চোখ রেখে তাকিয়ে বলবো তোমায়
ফেলে আসা সেই বাইশটি বছর দিতে পারবে আমায়!
দিতে পারবে আমার প্রজাপতির ডানায় ভর করা সোনালী দিনগুলো,
দিতে পারবে আমায় বিনিদ্রায় কাটানো এক-একটা রাতগুলো।
বহু বছর আগে আমার মনের অনিকেত প্রান্তরে
যে ইচ্ছেগুলোর গণকবর দিয়েছিলাম,
তুমি পারবে তোমার দু’হাতে সেই গণকবর খুঁড়ে আমার মৃত ইচ্ছাগুলোকে জীবন্ত দাঁড় করাতে;
মুছে দিতে পারবে তোমার ভালোবাসা দিয়ে পুরানো দিনের দুঃসহ স্মৃতিগুলো।
এ’কি তুমি নিশ্চুপ কেন?
খুব জানতাম পারবে না তুমি!
তবে ফিরে যাও-
নতুন জীবন চাইনা আমি;আমি স্বপ্ন চাইনা,
ভালোবাসা নামক মিথ্যা মায়া চাইনা; আমি তোমাকে চাইনা।
ফিরে যাও তুমি; ফিরে যাও
অনন্তকাল আমি নাহয় একা কাটিয়ে দিবো।

Add to favorites
528 views