অভিমান বসে আছে অভিমান করে_
কোন দিকে যাবে ভেবে না পেয়ে !
.
অভিমান_ খিচুড়ি বৃষ্টিতে
খিচুড়ি রাধা হয় নি বলে;
.
অভিমান_ ছাউনিহীন গৃহে কাক ভেজা হয়ে,
পেট চোঁচোঁ ক্ষুধা নিয়ে রাত পোহাতে হয় বলে;
.
অভিমান_ চাকরী খুঁজতে যাওয়ার একমাত্র জুতাটি
পৃথিবীর কোন মুচির পক্ষে-ই
আর সেলাই করা সম্ভব না বলে;
.
অভিমান_ রাজস্ব আদায়ের বিভিন্ন ফন্দিতে
আয় না বেড়ে ব্যায় বেড়ে যাওয়া
ছোট ও মাঝারি পকেটের টাকা লুট করে,
শ্রেষ্ঠ ঋণ খেলাপিদের গলায় মালা পরিয়ে,
নতুন করে আরও বেশি বেশি ঋণ
তাদের চরণ সেবায় ঢেলে দেয়া হচ্ছে_
দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়ার পাশাপাশি
পরবর্তী ইলেকশ-খরচের সব গুরু দায়িত্ব
তাদেরকে-ই বহন হবে বলে;
.
অভিমান_ চুম্বন ভালোবাসার সব ঘ্রাণ হারিয়ে
মোহের নোংরা দুর্গন্ধে ভরে গেছে বলে !
.
অভিমান তাই বসে আছে অভিমান করে_
কোন দিক ছেড়ে কোন দিকে যাবে ভেবে !
——————————————————–
রচনার কাল ও স্থানঃ ২০/১০/২০১৭ইং; ঢাকা।
@কপিরাইট সংরক্ষিত

Add to favorites
720 views