অভিমান -
জিনিয়া আফরোজ
Published on: ফেব্রুয়ারী 23, 2017
ওই তো সেদিন,
মনে আছে?
ওই যে সেদিন,যেদিন অভিমানে মুখ
ফিরালাম সেদিনই সূর্যটা অস্ত গিয়েছিল,
সেদিনইতো আকাশটা মেঘলা হয়েছিল!
হ্যাঁ সেদিন থেকেই আমি রোজ ভিজে যাই,
রোজ তোমাকে ভেজাই,আমারি চোখের
জলে সিক্ত করি তোমাকে, তোমার আকাশে
গিয়ে শীতলতার স্পর্শ দেই তোমাকে।
হ্যাঁ রোজ চুপি চুপি আমিই যাই,আমিই ঝরি
বৃষ্টি হয়ে!
চুপি চুপি শত কাজের ভীড়ে তোমার থেমে
যাওয়াটুকু দেখি,রৌদ্রপ্রখর দিনে ছায়াটুকু
হই, ভ্যাপসা দিনে একপশলা বৃষ্টি হই, ঘর্মাক্ত
শরীরে আমিই বাতাস হয়ে পরশটুকু দিয়ে
আসি,
রাতের আকাশে ক্ষয়ে যাওয়া আধো চাঁদটুকু
আমিই, ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার
চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুজলটুকুও
আমি……. একি তুমি কাঁদছো?
তুমিই তো একদিন আমায় মেঘলা করেছিলে,
হতে চেয়েছিলে আমার মেঘলা
আকাশের উজ্জল সূর্য !
সেদিন অভিমানে মুখ ফিরিয়ে আমি মেঘলা
হয়েছি, আমার আকাশের মেঘ দিয়ে তোমার
তপ্ততা ঢেকেছি,
তবে আজ কেন আমায় ভিজাতে চাইছো, কেন
আমার অভিমানের পাল্লা ভারি করতে
চাইছো?
আমাকে একাই কাঁদতে দাও,ভিজাতে দাও
তোমাকে, হ্যাঁ আমি কাঁদতে চাই,
মেঘলা আকাশের কান্নাটুকু আমিই হতে চাই,
আমিই তোমাকে ভিজাতে চাই চোখের
জলটুকু দিয়ে!

Add to favorites
508 views