অভ্যন্তরীণ বিপ্লব -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 26, 2016
পৃথিবী এক অদ্ভুত অভিযোগে অভিযুক্ত!
ভালবাসার স্বাধীনতা
উৎপীড়ন হতে পালানোর আকাঙ্ক্ষা,
স্বৈরী লিপ্সার প্রতিফলনকে পৃথিবী নাম দেয় রাষ্ট্রবিপ্লব!
সৃষ্টির অমোঘ নিয়মে জীবন বিপন্ন হবে,
এটাই কি স্বাভাবিক নয়?
স্বার্থ চারিতার্থে পৃথিবীর এক পৃষ্ঠা যখন যুদ্ধ ও সহিংসতায় অন্ধকারাচ্ছন্ন,
ঠিক তখনই ভূগর্ভস্থ প্রকাশ্যে নড়ে উঠবে ;
এটাই কি স্বাভাবিক নয়?
এটাই স্বাভাবিক; এটাই জীবনের উদ্দেশ্য!
অথচ প্রকৃতির এই নির্মম সত্য
পৃথিবীর ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়নি।
আর একারণেই রাষ্ট্রবিপ্লব জল থেকে স্থলে ভেসে উঠে!
নিষ্প্রয়োজন বিপ্লবে আমরা ভুলে যাই,
আমাদের অভ্যন্তরীণ বিপ্লবের কথা
ভুলে যাই আত্মার গভীরের বিপ্লবের কথা;
যে বিপ্লব অনন্ত প্রেম ও সৌহার্দ্যে
সন্মানের সহিত একে অপরকে পবিত্র রাখার দায়িত্ব জন্ম দিবে।
আমাদের একটি অভ্যন্তরীণ বিপ্লব প্রয়োজন,
মহাশক্তি আকারে একটি নীরব বিপ্লব,
যা দৃশ্যমান নয়; যার আকার নেই; কিন্তু
যার অদৃশ্য উপস্থিতি দেশ, জাতি-সংস্কৃতি
ধর্ম-বর্ণ ভেদে ছড়িয়ে পরবে আত্মার গভীর থেকে গভীরে।
যেখানেই উদারতার ঘাটতি, যেখানেই নিষ্প্রাণ মানবতা
যেখানেই অনৈতিকতার সম্রাজ্যবাদ,
সেখানেই বসতি হবে অভ্যন্তরীণ বিপ্লবের;
সেখানেই কলুষিত আত্মার বিনাশে বিপ্লবীচেতনা জেগে উঠবে।
মৌলিক সামাজিক পরিবর্তন আপাতত নিষ্প্রয়োজন!
মানুষের কাঠামোতে নয়; বরং
মন-মানসিকতা, আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনে
একটি অভ্যন্তরীণ, একটি আধ্যাত্মিক বিপ্লবের প্রয়োজন।
যে বিপ্লব আত্মার কালিমা দূর করে,
নৈতিক,আধ্যাত্মিক, ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে
দেশ-জাতি ও গোষ্ঠীর অভ্যন্তরীণ ভ্রাতৃত্ব, সৌহার্দ্য সতেজ করে।
পৃথিবীর স্বাভাবিক নিয়মের পরিবর্তনে বিপ্লব নয়;
পৃথিবীর অস্বাভাবিকতায় বিপ্লব ঘটুক।

Add to favorites
1,870 views