অমানুষ -
আলীমুশ্বান সাইমুন
Published on: এপ্রিল 19, 2021
আজ আমার গণতন্ত্র দেশটা
নেই গণতন্ত্রে,
বাবার ভিটে হয়ে গেছে
ক্ষমতার দাপটে।
সুশিক্ষার জায়গাটা নেই
হয়ে গেছে শিক্ষা শুধু আয়ে উৎসে,
ক্ষমতার মসনদ মূর্খরা চালাচ্ছে
পবিত্র সংসদে গানের পসরা বসছে।
ধর্ম আছে শুধু নামে ও ব্যবসার খাতিরে
ধর্মের শ্রদ্ধার জায়গাটা নেই এ জমিনে,
মসজিদে লাগায় আগুন,
মন্দিরে ফুলসজ্জায় রাখে,
আলেম সমাজ আজ ব্যস্ত কাদা ছোড়া ছুরিতে
সুযোগে মূর্খরা ধর্ম কে হাতিয়ার বানাচ্ছে।
কাকে করব বিশ্বাস বেইমান আর ক্ষমতা লোভীর ভীরে
সরল বিশ্বাসের জায়গা নেই এখানে
আশ্বাস আর মমতা,সহানুভূতির দখলে শিকল বন্দি সবে,
বিশ্বাস আজ প্রতারণার অস্ত্র হয়ে গেছে।
জীবনের তাগিদ কর্মে আজ ভয় তারা করছে
অন্যায় দেখেও মুখ বুজে সহ্য করা লাগবে,
ব্যবসার জায়গায়ও নেই সততা আর হলাল পথে,
মুনাফা লোভী আর ক্ষমতার রাক্ষসরা
ব্যবসায়ী ও সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে ।
আমরা মানুষগুলো নেই আর ভিবেক বান মানুষে,
অমানুষ হয়ে পরিনিত অনুভূতিহীন রোবটে,
অন্যায় অত্যাচার দেখেও না দেখার ভান করে,
মন মনে ভাবে ওতে আমার কি যায় আসে।
যেন রাখ হে জাতি পতন নিশ্চই আসিবে,
যতই করনা কেন দালালী, ক্ষমতা আর প্রতিবেশি রাষ্ট্রের সহযোগীতাতে,
ফেরাউন, নমরুদ,সাদ্দাদ,এসেছিল ভবে,
ক্ষমতার বাহাদুরি টিকাতে পারে নাই আল্লাহর জমিনে।
আজ যারা দেও ভাগ্যর দোহাই, ও আমার কাজ নয় বলে,
খিল এটে বসে আছ দরজার ওপাশে,
বুজবে মজা সময় তোমারও আসিতেছে,
অন্যায়ে রশি দেখ তোমারই পদাঙ্ক আশে পাশে।
যত পার থাক ঘুমিয়ে
আরও থাক না দেখার ভান করে,
তুই বেইমান নামধারী মুসলিম মুখুশের তলে,
সাফাই গাইলি নবীর অপমানে।
ভাঙ্গিল মসজিদ তোর ক্ষমতার বলে,
সায় দিলি কোরআনের আয়াত বতিলে,
বন্ধু সে তোর করলি আলিঙ্গন নবীর দুষমনরে,
অট্টহাসিতে অত্যাচার করলি আলেম দের কে।
ভেবে দেখ বেইমান, জারজ,পাপিষ্ঠরা জগতে,
এ অত্যাচারের কি জবাব দিবি খোদার আদালতে,
সেদিন চলবেনা বাহাদুরি ক্ষমতার জোরে,
পাবে না পথ কোন, কোথায় পালাবে ?

Add to favorites
629 views