অমাবস্যা উৎসব -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 29, 2017
অমাবস্যা উৎসব
আসাদুজ্জামান শাওন
———————————–
যদিও এখন রাত
নিকষ কালো অন্ধকারে গড়া আকাশ
তারার নকশী কাঁথা,হাজার তারার নিশ্চুপ মিছিলের স্রোত।
মেঘে ঢেকে থাকা চাঁদ!
পূর্ণিমা আর জ্যোৎস্না স্নান,
অদূরে পড়ে থাকা গ্রামোফোনের মৃদু সংগীত,
একপাশে যন্ত্রণা অন্যপাশে দীর্ঘশ্বাস।
রেলিং এ অলস হাত
নিঃশব্দ কান্নার বৃষ্টি বর্ষণে ভেসে যাওয়া অতীত।
দু’চোখ থেকে ঝরে পড়া ধূসর রংয়ে আঁকা বিবর্ণ স্মৃতি;
কল্পনার এপিটাফের হরফে আত্মাহুতী বর্ণমালার অক্ষরে লেখা-“ভালোবাসার মৃত্যু”।
আমি ঠিক এমন একটা রাতের কথা ভাবছি
যে রাতে-
অন্ধকারকে আকাশ বরণ করে নিবে নিশ্চুপ উল্লাসে
আকাশ ভরা তারা থাকবে,
একটা জ্যোৎস্নাময় রাত,প্রিয় পূর্ণিমা আর রক্তাক্ত মলিন চাঁদ।
তারই মাঝে বৃষ্টি ঝরে পড়বে!
সমাধিতে পড়ে থাকবে ঝলসে যাওয়া কৃষ্ণচূড়া ফুল,
আমার সবথেকে প্রিয়।
গ্রামোফোনের মৃদু সংগীত নয়,
ভায়োলিনের সুরে চিহ্নহীন হয়ে পড়বে এ অস্তিত্ব।
নিথর দৃশ্যপটের অঙ্কিত ব্যবচ্ছেদ্!
শেষ মুহূর্তেও হয়ত সবথেকে তোমার কথা আমার মনে পড়বে।
এপিটাফের হরফে মিশে যাবে
কোন অপ্সরীর মায়াবী কাজল-কালো আঁখিদ্বয়ের অশ্রু বষর্ণ,
খোদাই করা হরফে ঝরে পড়বে কালো রংয়ের বৃষ্টি।
খুব সম্ভব তোমার চোখের জল,
সমাধিফলক জুড়ে তখন চলবে শুধুই অমাবস্যা উৎসব।

Add to favorites
1,170 views