অযাচিত বিলাপ -
এইচ বি রিতা
Published on: মে 31, 2015
নখের আঁচরে দেয়াল ক্ষতবিক্ষত করে দেয়ার বৃথা প্রয়াস
যারজ ভ্রুন শিকড় গেড়ে বসে জমিনে
ক্যাকটাসের কাঁটায় ছিন্নভিন্ন বিবেক
বুকের পাজর ভেদে দমকা হাওয়ায় মুখ থুবরে পরে অনুভুতি।
এক যুগ উত্থান পতনের রিনিঝিনি সুর বাজে কানে
আরেকটু সহনশীল হলে ক্ষতি কি ছিল?
তবে কি পতনের দ্বায়ভার আমারো?
কিছু ভুল বৃষ্টিতে ভিজে ভ্যাপসা গন্ধ ছড়ায়
আজ পৃথিবী কাঁদবে; নোনা জলে শীতলক্ষা হয়ে বয়ে যাবে সকল গ্লানী,
কোন কালে এখানেও ছিল ধুপছায়া
অশ্বথের তলে ঘর ছিল;ছিল নিদারুন কিছু চাওয়া ,
ডুব সাঁতারে আরো কিছু গোপন লীলা!
আজ শঙ্খচিলটা বড্ড বেশী সুর তুলে কাঁদে,
আজ পৃথিবী কাঁদে; কাঁদে বেহুলা
স্মৃতিরা পরে থাকে বেশ্যাদের বিছানায় অবলীলায়!
আস্তিনের ভঁজে রোদ্দুরের অভিমান
গুমোট অন্ধকারে দৈ-স্বত্তার সাথে কথোপকথন
ঘুনোপোকার সাথে হয় অবৈধ সন্ধি।
কিছু দ্বায়ভার আমারো ছিল; কিছু অযাচিত বিলাপ

Add to favorites
1,698 views