অসম প্রেম -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
এক আকাশ স্বপ্ন বুনে চলা কাজলভরা দুটি চোখ,
আটকে গিয়েছিল হঠাৎ করেই খুঁজতে গিয়ে সুখ।
ডানা মেলেছিল দুটি মন সেদিন প্রজাপতির বেশে,
বাঁধতে চেয়েছিল ছোট্ট নীড় সুখের
আবেশে। স্
বপ্ন ছিলো,আশা ছিলো অবুঝ দুটি মন ঘিরে, বয়স
শুধু বাধা হয়েছিল সুখী হবার তরে। সমাজ
মানেনি,পূর্ণতা পাইনি অবুঝ ভালোবাসা, অজানা একটা ঝড়
উঠেছিল ভেঙ্গেছিল সকল আশা। তারপর!
সানাই বাজলো,বাদ্য বাজলো,বর আসলো নিতে,
বধু সেজেছিলাম দুফোঁটা জল বুকের ভাঁজে
ফেলে।
তারপর কতো সুখ খুজেঁছি, ভালোবাসা খুজেঁছি,
স্বামী সংসারের ভীড়ে, কোথাও মেলেনি সে
মুখখানি,
ভালোবাসেনি কেউ তাহার মতন করে। এরপর কবর
দিলাম ভালোবাসা হাসির আড়ালে, গোপন কষ্ট
গোপন রইল সারাটিজীবন ধরে। একাকিত্ব বাধলো
বাসা এক পৃথিবী জুড়ে, চোখ দুটো কখন বন্ধ
হবে এই বাসনা মনে। জরাজীর্ণ মন তবু স্বপ্ন
দেখে, আকাশে উড়ায় ডানা,
আজ বার্ধ্যক্যে এসেও কাটিয়ে উঠতে পারিনি
সেদিনের অসম প্রেমের মায়া!

Add to favorites
860 views