অসহ্য দহন -
Mithila
Published on: জুন 2, 2017
আমার শরীরে বসত করে
এক অশরীরি আত্মা।।
সে ভালোবাসার দহনে পোড়া
তাই রৌদ্রের অতিবেগুনী রশ্মি
আমার গায়ে লাগে না
ভালোবাসার কষ্টে সে হিমশীতল
তাই তুষার বৃষ্টি আমায় ছুঁতে পারে না
ভালোবাসার অবহেলায় তার চোখে
অগ্নি জল ঝড়ে
বৃষ্টির জল আমার চোখে পড়ার আগেই
বাষ্প হয়ে যায়
মাঝে মাঝে খুব অসহ্য লাগে
এই অশরীরি আত্মার অতৃপ্ত কাজে।।
তার অসহনীয় যন্ত্রণা
আমাকে প্রতিনিয়ত বাস্তবতা শেখাচ্ছে।
ভাবছি রহস্যময় পৃথিবীতে
এ এক চরম পাওয়া।।
ভালোবাসা নামক এই জটিল বাস্তবতায়
আমাকে পুড়তে হচ্ছে না।
প্রতিটি মানুষের ভিতর বসত করে
এক অশরীরি আত্মা।
কেউ তার দহন সইতে পারে
যার বাস্তবতা গায়ে লাগে না
আবার কেউ তা সইতে পারে না
যার বাস্তবতার কষাঘাতে
প্রতিদিন কয়েকবার করে মৃত্যু ঘটে।।
ভালোবাসা এমন,
যার দহনে একবার পুড়েও
পোড়া শেষ হয় না…..

Add to favorites
735 views