অসার বাসনা -
Ajmery
Published on: ফেব্রুয়ারী 1, 2017
বেলা পেরিয়ে কত যে বেলা আসে
চোখের কোণে উপচে পড়ে ঢেউ,
অট্টহাসিতে মুখরিত চারিপাশ
হৃদয় আর্তনাদ শুনতে কি পাও কেউ?
রঙে রঙে রঙিন ফাগুন সাজে
ভাঙে কত চুড়ি ,কত হৃদয়,
ভাঙা গড়ার খেলায় চলতে চলতে
গড়ে ওঠে নতুন পরিণয়।
তোমার নগরে কি নিষ্ঠুরতা
শরাবের গ্লাসে হারায় সুখ,
লুটের রাজ্যে দেউলিয়া আমি
মরিচীকায় দেখি প্রিয় মুখ।
বুকে জড়াও,আবার ছুড়ে ফেল
চলছে তোমার নিঠুর খেলা,
গহীনের আওয়াজ শুনেও
সময় গুনে কেটে যায় সারাবেলা।
হৃদয় দরজায় অদৃশ্য বেড়া
জানা নাই এর কোড,
অধিকার চাইতে তোমার শহরে
অপেক্ষমান বিকেলে ধানমন্ডি রোড।
রঙচটা আলোর এই শহরে
তোমার চোখে রঙিন চশমা,
বিষাক্ত ধোয়ায় অন্ধকার আকাশে
খোঁজ নি আলোক তকমা।
পুরোনো বিকেল,পুরোনো সময়
ফিরে পাবে না সেই অবেশ,
দেয়াল ঘড়ির সময় জানান দেয়
পুরোনে সেই ক্ষত,ঝলসানো কেশ।
নির্লজ্ব কন্ঠে আজ ফিরে আসার আহ্বান
নষ্ট নীড়ে অপেক্ষমান চাহনী,
বিষিত মনেও রোদের অপেক্ষায়
তুমি তো সেদিন ডাক নি।
আজ মনের ঘরে শ্যওলা জমেছে
মরিচীকা ধরেছে বক্ষ পিঞ্জরে,
ল্যাম্প পোষ্টের আলোয় খুঁজে ফিরি
বেচে আছি তোমার স্মৃতিকে ঘিরে।
কত ফুলের সমারোহ দিয়ে
সাজিয়েছিলাম হৃদয়ের রঙিন ট্রে,
তোমার মনে যে দূর্গন্ধ ছিল
দূর করতে পারে নি কোন স্প্রে।
অবসাদ মনে হেটে চলেছি
একেঁছিলাম হৃদয়ে পদচিহ্ন,
সমুদ্র স্রোতে মুছে গেছে সবই
ভালোবাসা হয় নি যে পরিপূর্ন।
ফিরবো না আমি সেই পথে আর
তোমার কাছে কিছুই নেই আমার পাওনা,
মিথ্যে ওয়াদা কেন কর আজও
অযথা তোমার এই অসার বাসনা।

Add to favorites
654 views