অসাড়তা -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 18, 2017
অসাড়তা
আসাদুজ্জামান শাওন
—————————————
কোন একদিন আমার দু’টি হাত থেকে
সরিয়ে নিয়েছিলে তোমার দু’টি হাত,
দু’চোখ থেকে সরিয়ে নিয়েছিলে
তোমার নীলাভ শীতল দু’টি চোখ।
অতঃপর মাথা নীচু করে কান্না জড়িত কন্ঠে পাঠ করেছিলে বিদায় বার্তা।
অনেকটা শেষবারের জন্য ছুঁয়ে দিয়েছিলে
আমার কালো ঠোঁটে
কম্পিত তোমার গোলাপী অধর।
হিম-শীতল স্পর্শ!
প্রথমবারের জন্য দেখেছিলাম
প্রেমিকা তোমার দু’চোখের গহীনে আঁধার,অমাবস্যায় গড়া জলরংয়ের ব্যাকুলতা;
মায়াবী কাজল-কালো আঁখিদ্বয় থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা নিশ্চুপ কান্না;
ওষ্ঠদ্বয়ে অঙ্কিত শেষ সীমানায় সদ্য জন্ম নেওয়া
দৃশ্যমান আক্ষেপতায় আঁকা আর অশ্রু ফোঁটা দিয়ে গড়া কাল্পনিক সমুদ্র।
প্রিয়তম,তুমি কেঁদেছিলে হয়ত!
যদিও আমি নির্বাক ছিলাম
ঝাপসা চোখে বিস্ময়ে জড়তা মেখেছিলাম নিশ্চুপ ঠাঁয় দাঁড়িয়ে।
অথচ বিশ্বাস করো প্রিয়তম
বিদায়ের শেষ মঞ্চে দাঁড়িয়েও
কষ্ট হয়নি আমার সেদিন তোমায় বিদায় জানাতে,
একদম কষ্ট হয়নি।
কিন্তু আফসোসে আহত হয়েছিলো আমার এ বিধ্বস্ত আত্মা!
অসাড়তাকে সাক্ষী রেখে-
সেদিন তোমার চলে যাওয়ার দৃশ্যপট অশ্রুজলে এঁকেছিলাম।
হারিয়ে যেতে চাইলে তুমি
আর ঐ আমি তোমাকে হারিয়ে যেতে দেখলাম।
সবশেষে তুমি হারিয়ে গেলে অন্ধকারের অতল গহবরে দূরে-বহুদূরে।

Add to favorites
774 views