অসুস্থ্য জননী -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 11, 2016
গলা টিপে ধরাশায়ী ভ্রুণ, নিশ্চুপ চারিধার
অস্ফুট নীরব চিৎকার, দেখেনা কেহ তার
লোকারণ্য হতবিহবল
নৈতিকতা লুন্ঠিত পদতল
জননীর নিস্পলক আঁখি; পৃথিবী জুড়ে নামে আঁধার।বিস্ময়ে কাটেনা ঘোর, নব প্রভাতে নব ভোর
জননীর স্বীকারোক্তিতে জাতী কিংকর্তব্যবিমূড়,
নাড়ীর বাঁধন ছুটে যায়
এ কেমন নিয়তি হায়
জননী ভীষন শীতল; নেই অনুতাপ চিত্তবিকার।
এতো পাগল নয়, মস্তিস্কের বিকৃত কারুকাজ
প্রলেপ দেয়নি তাতে পরিবার, কি সমাজ
এ কেমন প্রহেলিকা
বিভীষিকায় রুদ্বদ্বার
মমতার গলা টিপে, খুনীর পোশাকে জননীর নব সাজ!
বলি তবে এ দায় কার, যেখানে জন্মান্ধ পরিবার
সমাজ- রাষ্ট্র রায় দেয় ফাঁশী, জননী তবু নির্বিকার
মগজ বিকৃত, কীটেদের সরগম সেখানে রাতদিন
নেই নিরসন, নেই প্রতিকার, এ দায় কেবল হত্যাকারী মাতার।