অামি মানুষ নই -
অাব্দুল্লাহ অাল-মামুন
Published on: জুন 18, 2020
#অামি মানুষ নই
#অাব্দুল্লাহ্ অাল-মামুন
তুমি অামাকে এখনও মানুষ ভাবো
অথচ অামিত তা নই তুমি যা দেখো,
অামার দেহজুরে অাবৃত যে বাকল
স্বার্থের অাবরণে পুরাটাই নকল।
অর্থের মোহ মাখা মুখের দামী বুলি
শুনে তুমি অনুপ্রাণিত ভেবে দিশারী,
বিকৃত মগজে বিকার রক্তের বাস
শোষনের ধ্যানে এ শুধু মিথ্যে অাশ্বাস।
স্বার্থান্ধ বিবেক অাজ ক্ষমতায় ধৃত
দম্ভের পাঁচিলে ঘেরা অাত্বাটাও মৃত,
অামি মানুষ নই অামি পশুও নই
অামি পশুত্ব ছাপিয়ে নরাধম হই।
অামি যান্ত্রিক ব্যাপা মৃত্যুপুরী নির্মাতা
বিষকম্ভু শক্তিধর দ্বন্দ্বী অমানুষ
রক্তের গন্ধে উড়াই রঙিন ফানুস
অামি মানুষ নই, অামি মানুষ নই,
তবে মানুষ কই?

Add to favorites
720 views