জলপথ
আসাদুজ্জামান শাওন
———————————
ভ্যালে অব দ্য রিভার ধরে ভেসে যাচ্ছে
নিকষ কালো অন্ধকার
নক্ষত্র খচিত অন্ধকার আকাশ,
অথর্ব ভাবনা,কুয়াশায় আবৃত নদী;
অদূরে দৃশ্যত ছোট নৌকা,স্থির নৌকার বুকে নিয়ন আলো – অদ্ভুত জীবন যুদ্ধ।
দূরের দু’পাশের অস্পষ্ট সর্পিল মেঠোপথ,
অগণিত সবুজ বৃক্ষের জনস্রোত – দিন শেষে মৃত কোলাহল; লাল-সবুজ আলোর সংকেত।
জাহাজের থেমে থেমে ভয়ানক শব্দ,নিস্তব্ধ প্রকৃতি,অদৃশ্য বাতাসের ক্রন্দন,
অর্ধমৃত উত্তাল ঢেউ, ঢেউয়ের কোরাস;
রেলিং এ বিষণ্ণ অসাড় হাত –
আঙুলের ফাঁকে সিগারেট; নেশার্ত দৃষ্টি – নিকোটিনের মহাকাশ ভ্রমণ।
ভেসে যাচ্ছিলাম – নিশ্চুপ ঢেউ,কালো মেঘ,দ্রুতগামী স্রোত,জাহাজ,অন্ধকার আকাশকে সাথে নিয়ে;
দূরের জীর্ণ ছোট ঘর-বাড়ি,কুয়াশায় বিলীন মেঠোপথ,
সবুজ বৃক্ষের মিছিল – প্রতীক্ষারত ভোর,
শহরে প্রবেশ করার পূর্বে –
মহান ঐশ্বরিক দৃশ্যপটগুলো চোখে বিদ্ধ করে
বিধ্বস্ত শরীরে পাড়ি দিয়েছিলাম দীর্ঘ জলপথ।

Add to favorites
2,352 views