আজকাল আর ভাল থাকা হয়না -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 3, 2016
কি স্বপ্নাবিষ্ট মোহে আচ্ছন্ন হতে হতে জলের পতন দেখি,
দেখি স্মৃতিরা সব মেঘের ডানায় ভর করে উড়ে বেড়ায়!
আজকাল প্রিয় মুহুর্ত গুলো ভুলে গেছি, ভুলে গেছি
প্রিয় চায়ের কাপের উষ্ণ চুমুক,কান পেতে বৃষ্টির ছন্দে দোলা
ভুলে গেছি নিশুতি প্রহরের তাঁরার মেলা
অকারণে প্রিয় সুখ, অবুঝ কচি গুল্মলতা।
অর্থহীন পায়চারীতে ভুলে গেছি প্রিয় উপন্যাস
কবিতার শেষটুকু পরে থাকে অবান্তর প্রশ্নের বেড়াজালে
আজকাল সব ভুলে যাই;
আজকাল আর ভাল থাকা হয়না।
ভুলে গেছি স্মৃতি বিরহের সুর, রুপালী গীটারের টুং টাং শব্দ
ঈশ্বরের সাথে শেষ আলাপন; নির্ঝঞ্ঝাট সমর্পন
ভুলে গেছি ডানপিটে শৈশব, ডিম্বকুসুম সুর্য্য
অভিমানী ফোলা চোখে বেহুদা আবদার,
দল বেধে দু’বিনুনী; স্কুল পলাতক গল্প।
আজকাল কালজয়ী প্রিয় মানুষ গুলো ভুলে যাই
ভুলে যাই দারুন মোহে স্নেহের পরশ, শীতলক্ষার পাড়ে চন্দ্রগ্রহন
আজকাল সব ভুলে যাই;
আজকাল আর ভাল থাকা হয়না।
ভুলে গেছি অভিমানে প্রেমে পরা
তুমি আমাতে কানামাছি প্রিয় খেলা, তিতাসের ঘোলা জলে
তোমার শোকে পূর্নিমার ফুঁপিয়ে কাঁদা
এখন আর তোমার স্পর্শগুলো হৃদয় কল্লোলিনীতে অশান্ত ঢেউ তুলেনা;
আজকাল ভুলে গেছি পিছনে ফিরে তাকানোর প্রয়োজন।
ভুলে গেছি আয়নার সম্মুখে দাঁড়ানো প্রেমান্ধ মুখাবয়ব,
চোখে চোখ রেখে শুষে নেয়া শাণিত জলকণা;
ভুলে গেছি উদ্বাস্তুর নতজানু হয়ে তোমার করুনা ভিক্ষা চাওয়া।
ভুলে গেছি কান্নার ধরণ,চিরহরিৎতের সবুজ পাহাড়ে কষ্টবিলাস!
আজকাল সব ভুলে যাই; প্রিয় অভ্যাস গুলো ভুলে যাই
চিৎকারে জমিন ফুঁড়ে গায়েবী প্রাপ্তির কথা ভুলে যাই;
বেঁচে থাকার উপকরণ, অপ্রাপ্তির হিসেব, সব ভুলে যাই
আজকাল ক্ষুদার কথা ভুলে যাই।
আজকাল সব কিছু ভুলে যাই;
আজকাল আর ভাল থাকা হয়না।

Add to favorites
866 views