(১)
আজকে আনন্দ মোর বাধা মানেনা
হারিয়ে যেতে আজকে নেইকো মানা।
(২)
আজকে এক খবর এসেছে কানে
সে বুঝি ধরা দিবে মোর পরানে
তাকে নিয়ে অনেক আছে কল্পনা
সেগুলো খুঁজে পাবে নীড় ঠিকানা
আজকে আনন্দ মোর বাধা মানেনা
হারিয়ে যেতে আজকে নেইকো মানা
(৩)
নীল আকাশ হবে মোদের ঠিকানা
নীল রঙে ঢেকে যাব দুুজনা
দুজনাতে দুজন হব নীল নযনা
নীল নিয়ে এক গল্পের হবে সূচনা
আজকে আনন্দ মোর বাধা মানেনা
হারিয়ে যেতে আজকে নেইকো মানা

Add to favorites
516 views