আজ বসন্ত লিখা: মিনা -
Kolpona mina
Published on: ফেব্রুয়ারী 19, 2020
বসন্তের এই মাতাল সমীরণ
তোমাকে বিমোহিত নাইবা করুক
তবুও আজ বসন্ত
বাসন্তী শাড়ী পরে খোপায় এক গুচ্ছফুল নাইবা দিলে
তবুও আজ বসন্ত
বসন্তের পাখির মত নাইবা আকাশে ডানা মেললে
তবুও আজ বসন্ত
আজ ফাল্গুনী হাওয়া গায়ে নাইবা মাখলে
তবুও আজ বসন্ত
বসন্তে ফুটা নতুন নতুন ফুলগুলো তোমার না
হলেও আজ বসন্ত
এরকম কত বসন্ত আসবে আর যাবে
কখনও কী এই বসন্ত আমার হবে ?
বসন্ত কারো অপেক্ষায় থাকে না
অনেকের অপেক্ষায় আসে বসন্ত
সময় যখন খারাপ তখন বসন্ত হয়েছে মলিন
বসন্ত বরণ করার সেই সময় আসবে কি কখনও ?
এ কিসের আহবান আর কিসের অপেক্ষা
সবকিছু ভুলে গেছে কি এই বসন্ত ?
আর যাই হোক
আজ বসন্ত…..

Add to favorites
1,694 views