আফসোস শিকড় গজায় -
এইচ বি রিতা
Published on: মে 7, 2017
সকাল হতে রাত অবধী আঁচলে গিটবাঁধা মৃত্যু,
যেতে হবে একদিন, একাই যাবো
আক্ষেপ অনন্তকাল, শেষমেশ যাবো জানি
বলেছি তাকে শালবন বৌদ্ধ বিহার হয়নি দেখা
মেঘের সাথে মেঘ ছোঁয়ার মিতালীতে নীলগিরি
নাটোরের চলনবিল, ছেড়াদ্বীপ বনহরিনী
সময় হয়ে উঠেনি আয়ুস্কালের সীমাবদ্ধতায়
যমের সহিত কত বিবাদ, অবশেষে; বলেছি কাল আয়।
বাঁশফুল, গৌরীকাজল
গন্ধকোস্তের, মুগবাদল
নোড়াই সাটা-ধলাবায়রা
লতাটেপি, বর্ণজিরা
রাঁধুনী পাগল সুগন্ধি ভরা, আহা! নবান্নের উৎসব
কৃষক-কৃষানীর নঁকশীকাঁথার মাঠ
হয়নি ছুঁয়ে দেখা; প্রাণ ভরে ঘ্রাণ নেয়া!
আফসোস শিকড় গজায় বুকের ভাঁজে
যেতে হবে জানি, একাই যাবো
সাথে যাবে না কিছু, অতৃপ্তির আস্ফালনে দুঃখ ছাড়া।
দেখা হয়নি পালকীতে গ্রাম্য বধু, কুড়েঘরে গরগর হুক্কা
শিকায় তুলা পল্লীবধুর লোভনীয় সিদল
ঢেকি-ইঁদারায় প্রাচীন মানুষের হাসি মাখা মুখ; হয়নি দেখা
অতল জলধি বক্ষে প্রেমহীন ভেসে যাবো
যেতে হবে একদিন, একাই যাবো
সঙ্গে যাবেনা কেউ রুপসী নদী-পাহাড়, অরণ্য পোষাপাখী
যমদূত এসে ঘুরে ফিরে যাক, কি আসে যায়
বলেছি তাকে আজ নয়; কাল আয়।
পাহাড়ী ফুলেদের গলায়,
বেলী, জবা নয় দাঁতরাঙ্গা- শ্বেতকান্চন
স্বর্নচাঁপা-বাহারী তেলাকচু, তিতবেগুন
চলতি পথে লাজুকলতার কম্পিত শিহরণ
হয়নি অনুভব করা, ছুঁয়ে দেখা
জন্ম থেকে মৃত্যু অবধী আকাঙ্খার অনুতাপে
একাই যেতে হবে জানি, একদিন চলে যাবো
আজ নয়, তাকে বলেছি কাল আয়।

Add to favorites
498 views