আমাকে পিষে দেয়া চালকটি বেঁচে থাকুক -
এইচ বি রিতা
Published on: আগস্ট 2, 2018

আমাকে পিষে দেয়া চালকটি বেঁচে থাকুক
হয়তো গতরাতে কিশোরী মেয়ে তার বলেছিল,
‘বাবা! স্কুলের বেতন দেয়া হয়নি’
ছেলে চেয়েছিল নতুন ব্যাগ, দুটো কলম
হয়তো তারা দুপুর রোদে পথে দাঁড়িয়ে
বাড়ী ফিরার ভীষণ তাড়া!
বাড়ী ফিরলেই মায়ের হাতে প্রিয় খাবার
হয়তো বাবা বলেছিল,
‘আজ প্রিয় কোন রেস্তোরা যাব।’
আমাকে থেঁতলে দেয়া বেপরোয়া চালকটি নিরাপদ থাকুক!
জীবন নিশ্চিন্তকরণে সন্তানদের পাশে থাকুক
রাস্তা পেড়োতে অবুঝ আঙ্গুলগুলো ধরে থাকুক
তাকে যেতে দাও,
অহেতুক প্রতিযোগীতায় না হয় পিষে গেল কিছু শরীর,
না হয় ছিটকে পড়লো রাস্তার পাশে অভাগা মায়ের স্বপ্ন
তাকে যেতে দাও..
অবুঝ কিশোরী তার স্বপ্ন চোখে, ব্যাস্ত নগরীর বিপদসংকুল পথে
হয়তো কিশোরটি তার ব্যাগ কাঁধে পিতার পথ চেয়ে!
তোমরা শান্ত হও, যে যার মায়ের কোলে ফিরে যাও
যেতে যেতে আমায় কবর দিয়ে যাও
পারলে আমার মায়ের চোখে ঘুম এনে দাও
বাবাকে চোখ বেঁধে দাও,
ওদের অন্ধ-বধীর করে দাও
আমার মায়ের বুকে কবর খুঁড়া চালকটি,
তার সন্তানের মায়ের বুক সুরক্ষিত রাখুক।
তোমরা ভুলে যাও….
আমি ছিলাম…কোন একদিন
তোমাদের সাথে স্কুল পথে; ব্যাগ কাঁধে।

Add to favorites
1,091 views