আমাদের অসহায়ত্ব -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 21, 2021
মানব বিধ্বংসী বোমায় আমরা
সভ্যতার বিস্তীর্ণ বেলাভূমি খসিয়ে দিতে পারি,
স্বার্থের সামান্য প্ররোচনায় নিয়ত,
রক্তগঙ্গা বইয়ে লাল করতে পারি শ্যামল প্রাঙ্গন,
আমাদের জিঘাংসার খোরাক হয়,
রবীন্দ্র আর নজরুলের কাব্য সম্ভার,
ধর্মের ঝান্ডা উড়িয়ে আমরা স্তিমিত করি নিত্য,
সহস্র বছরের লালিত সম্প্রীতির পতাকা,
আমরা ভুলেই থাকি প্রকৃতির চেয়ে শক্তিশালী হওয়ার,
সাধ্য আমাদের কোন দিন হবে না,
প্রকৃতিই আমাদের সৃষ্টি করেছে পেলব মততায়,
কোন অরুপ রুপের নির্ভীক ইশারার আধিপত্যে,
প্রকৃতির বুকে বিরাজমান ক্ষুদ্র জীবাণুর দৌরাত্মে,
আমাদের অসহায়ত্ব প্রকটমান প্রতিদিন,
যেমন তার সৌন্দর্য মানুষকে বিমুগ্ধ করে অনিবার,
ফুলে ফলে নিয়ত সমৃদ্ধ করে ক্ষুধার্তের পাকস্থলী,
আমরা কোনদিন প্রকৃতির চেয়ে ধনী হতে পারবো না,
না হিংস্রতায় না তার মমতার মহাতীর্থে,
আমাদের চির জাগরুক অসহায়ত্বের ধূপকাঠী,
প্রকৃতির অপার করুণার সুগন্ধীতে বিলায় সুঘ্রাণ।

Add to favorites
311 views