আমার কেবল রাত হয়ে যায় -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 20, 2014
আমার কেবল রাত হয়ে যায
ভাবতে গেলেই কানায় কানায়
মনের উঠোনে সন্ধ্যা ঘনায়
দেখতে গেলেই নক্ষত্রের মেলা
আলোটুকু আঁধারে হাড়ায়
ছুঁতে গেলেই জ্বোৎস্না রাশি,
কাছে গেলেই স্বচ্ছ আকাশ
নীলে নীলে আঁধারে ছেঁয়ে যায়;
আমার কেবল রাত হয়ে যায়।
যেদিকেই যাই আলোর খুঁজে
কষ্টেরা দেখি বাহারী সাজে
স্বপ্নগুলো ছুঁতে গেলেই
স্বপ্ন ভাঙ্গার সানাই বাজে
ঝাপসা চোখে মনের ঘরে
রাত নামে কালো মল পায়
জ্বোনাক জ্বলা কষ্টের বাতি
সেই আঙিনায় জ্বলে-নিভে
আমার কেবল রাত হয়ে যায়।
সময়-জীবন কে কারে খায়
উচ্ছল চোখ স্থির হয়ে যায়
রাত হয়ে যায় ভুল হয়ে যায়
ভুলে ভুলে আঁধার ঘনায়
সেই আঁধারে ভীষণ কালো
বেসুরে কেউ খুব ডেকে যায়
মন ভেঙ্গে যায় প্রাণ কাঁদে হায়
কেঁদে কেঁদে খুব মরে যাই;
আমার কেবল রাত হয়ে যায়।
শরীর চিনেনা মাটির গন্ধ
স্মৃতির পাতায় বাঁচার দন্ধ
হাজার রঙে আকাশ সাজাই
আমার কেবল রাত হয়ে যায়।
ভোরের আলোয় ভাবতে বসে
ভাবনাগুলো উড়ে উড়ে যায়
খেয়ালী মনে বিরহ জাগিয়ে
জীবন আমার খুব কেঁদে যায়;
আমার কেবলই রাত হয়ে যায়।

Add to favorites
1,533 views