আমার তুমি(অভিমান) -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
দিবাকর,
সেইতো সেদিনের পর থেকে আর তোমাকে
লিখা হয়নি,অনেকটা দিন হয়ে গেলো আর
লিখতে বসিনা,
তারপর…………
কেমন আছো?
দেখতে দেখতে দুইটা বছর পার করে
ফেললাম, মনে আছে এমনি কোন একটা
মেঘলা দিনে আমাদের পথচলা শুরু
হয়েছিলো,এমনি কোনদিনে আমি আর তুমি
মিলে আমরা হয়েছিলাম। তারপর কতো
ভালোবাসা,কত কষ্ট,কত
অভিমান,রাগ,ঝগড়া,কত টানাপোড়েন আর
কতো ভাঙাচুরা!
সেদিন কেন যে ওভাবে ফাঁকি দিয়েছিলে
বুঝিনি, প্রতিবার যখন সামনে যেতাম কেন
জানিনা চোখ তুলে তাকাতে পারতামনা,খুব
গোপনে যখনি চোখটা তুলতাম দেখতাম
চুপিচুপি আমার পাগলামিটা দেখে হাসছো,
কি যে ভুবন ভুলানো সে হাসিটা ছিলো!
সবসময়ই আমি বড্ড সেকেলে,তোমার চোখে
কোন এক নাম না জানা বনফুলের মত ছিলাম
আমি,তবুও কেমন দুষ্টু মিষ্টি সম্পর্কে
জড়িয়েছিলে। ওটাকেই ভালোবাসা ভেবে
আজও মেঘলা আকাশ আমার,এতটা মেঘলা
হলে নাকি মেঘ সূর্যকেও আড়াল করে ঘৃণায়,
জানো, ছেলেবেলায় হাসির ছলে কে যেন
বলেছিলো ভালোবেসে নাকি কাউকে ঘৃণা
করা যায়না,ওটাই মাথায় সেদিন গেথে
গেছিলো, তাই হয়তো তোমায় আমার আর ঘৃণা
করা হয়ে ওঠেনি!
তোমায় ছাড়া কেটে গেলো কতটা দিন,কতটা
রৌদ্রদুপুর,শান্ত বিকেল,নির্ঘুম রাত তবু
তোমায় ভোলা গেলনা।
শেষ দিনটায় চলে আসার সময় অভিমানটা বড্ড
বেশি জমেছিলো,ভেতরটায় কেমন ফোঁটায়
ফোঁটায় জল জমেছিলো,বড্ড ভারি হয়ে
গেছিলাম, মনে হয়েছিলো আর কিছু জানার
নেই,নেই কিছু জানানোর,প্রশ্ন ছিলো অনেক,
শুধু সেগুলোর মুখোমুখি এনে দাঁড় কররানোর
ইচ্ছা ছিলোনা,প্রচন্ড লজ্জায় মনে
হয়েছিলো চুপিচুপি ফিরে আসাটাই হয়তো
সবচেয়ে শ্রেয়,তাই আর সেদিন তোমার বনফুল
হয়ে থাকতে পারিনি! শুনেছি আমি আসার পর
তোমারও একটা দিন,এক বিকাল ভালো থাকা
হয়নি, তবে কেন সেদিন ভালো থাকার এতো
আয়োজন ছিলো তোমার তা আর জানা হয়নি!
আমার দিনগুলো যায় আজো তোমায় ভেবে,
আমার
একাকি বিকেল কাটে বড্ড অভিমানে,
গোধুলি সন্ধ্যা
যায় একাকি পথ চেয়ে,
জোনাক জ্বলা রাত পার করি ঐ চাঁদের
সাথে সন্ধি করে,আমার প্রতিটি মুহুর্ত কাটে
ভালোবেসে আজো তোমার নামে। আমি
জ্বলে জ্বলে পুড়ে যায়, চলতে চলতে
আজও থেমে যায় তবু আজও একটাবারের জন্য,
এক
মুহুর্তেরর জন্য তোমায় ভোলা গেলনা! ইতি
তোমার মেঘলা বুড়ি

Add to favorites
816 views