আমার মা -
Nilufa Begum
Published on: মে 15, 2018
মা, তুমি ছিলে আমার উন্মুক্ত ঝুল বারান্দা
যেখানে দাঁড়ালেই সমস্ত অবসাদ দূর হওয়া
দিগন্ত থেকে দিগন্তের সীমারেখা পেরিয়ে
ভালবাসার কুল কিনারা খুঁজে না পাওয়া।
সংসারের নিত্য টানাপোড়ন ছাড়িয়ে
দৈনন্দিন ভাবনাবৃত্তের থেকে পৃথক
নিজস্ব মহিমায় মহামান্নিত,
রুচিস্নিগ্ধ ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসে বলিয়ান;
এক মহীয়সী নারী।
অচেনা-অজানা, আত্মীয়-অনাত্মীয় সবার সাথে
অলিখিত অব্যক্ত যোগসূত্রে বাধা এক প্রাণ
সুমিতি ও সংবেদনার করূণাঘন মাধুর্যে ভরপুর এক জীবন্ত সন্ধ্যা প্রদিপ
যার প্রোজ্জ্বলনে আলোকিত গোটা জগৎ।
মা, তোমাকে ঘিরেই আমার যাপিত জীবনের ছন্দময়তা
তোমার অনুপম জীবনদর্শনই আমার চেতনা
আমার ভবিষ্যতের পথ চলা
তোমার কাছ থেকেই শিখেছি
জীবন চলার কণ্টকিত অলিতে গলিতে
বাধা পেরনের অসীম সাহসিকতা।
তুমি আমার সমস্ত প্রাপ্তি, আনন্দের উৎসমালা
তোমার শিক্ষা, তোমার প্রতীতি, তোমার চেতনা
‘মানুষের জন্য মানুষ’ এ মহামন্ত্র নিয়েই আমার আজকের এই পথচলা।
মে ১৩, ২০১৮।

Add to favorites
578 views